ফ্রিলান্সারদের জন্য প্রয়োজনীয় সফ্ট স্কিলস:
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার-এ সফল হতে শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হয় না, ভালো ক্যারিয়ার গড়তে হলে কিছু গুরুত্বপূর্ণ সফ্ট স্কিল থাকা প্রয়োজন। এগুলোই মূলত ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে, কাজ বুঝতে এবং ক্লায়েন্ট এর প্রজেক্ট নেগোশিয়েট করতে সাহায্য করে। কারো এই স্কিল গুলো শুরুতেই খুব ভালো থাকেনা, তবে দিনে দিনে এই স্কিল গুলো ডেভেলপ করতে হবে।
১. কমিউনিকেশন স্কিল:
ক্লায়েন্টের চাহিদা ঠিকভাবে বুঝতে না পারলে ভালো কাজ করলেও সমস্যা হতে পারে। আপনি যদি পরিষ্কার এবং পেশাদারভাবে আপনার কথা বলতে বা লিখতে পারেন, তাহলে ক্লায়েন্টরা আপনার উপর আস্থা রাখবে।
২. ইংলিশে দক্ষতা (লেখা + বলা):
কারণ বেশিরভাগ ক্লায়েন্টই বিদেশি, তাই ইংরেজিতে কথা বলা ও লেখা জানতে হবে। গ্রামার পারফেক্ট হতে হবে এমন না, তবে বুঝতে ও বুঝাতে পারলেই চলবে। ইংরেজিতে ভালোভাবে লিখতে, পড়তে এবং বলতে পারলে আপনি ক্লায়েন্টদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন এবং প্রোজেক্ট বুঝে নিতে পারবেন।রেগুলার চর্চা করলে ধীরে ধীরে উন্নতি আসবে। এক্ষেত্রে আমরা ইংলিশ স্পিকিং app যেমন: Speak English, Free4Talk, ChatGPT ব্যবহার করে ইংলিশে দক্ষতা বাড়াতে পারি।

৩. নেগোশিয়েশন স্কিল:
ক্লায়েন্টের বাজেট কম থাকলে, কীভাবে নিজের স্কিলের দাম বুঝিয়ে বলতে হয় সেটা জানা দরকার। অনেক সময় ক্লায়েন্টের সাথে কাজের মূল্য নিয়ে আলোচনা করতে হয়। এক্ষেত্রে নেগোশিয়েশন স্কিল কাজে আসে। নিজের কাজের মূল্য সঠিকভাবে বুঝতে পারা এবং ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আলোচনা করতে পারাটা জরুরি।
৪. এডাপ্টিবিলিটি:
ফ্রিলান্সিং সেক্টরে পরিবর্তন খুব দ্রুত হয়। নতুন ট্রেন্ড, টুলস এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে সফল হবেন।
৫. টাইম ম্যানেজমেন্ট
একসঙ্গে কয়েকটা প্রজেক্ট হাতে থাকলে সময় ঠিকভাবে ম্যানেজ করতে হয়। কাজ সময়মতো ডেলিভারি না দিলে ক্লায়েন্ট অসন্তুষ্ট হতে পারে, তাই টাইম ম্যানেজমেন্ট স্কিল খুব জরুরি। আপনি ফ্রিলান্সিং সেক্টরে অনেক ধরণের ক্লায়েন্ট পাবেন, কারো কোয়ালিটি কাজ দরকার, কারো দ্রুত সময়ে কাজ দরকার। কোনো ক্লায়েন্ট অল্পতেই রেগে যায়, আবার অনেক ক্লায়েন্টকে আপনার সমস্যা সহজেই বুঝতে পারবেন। সুতরাং এমন ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্ট হ্যান্ডেল ও ম্যানেজ করার ক্ষমতা অনেক ইম্পরট্যান্ট।
Nurnobi islam
FREELANCER
Whats App: +8801710714858
এই সকল কিছুর সাথে সময়ের সাথে নিজের স্কিল ডেভেলপমেন্টেরও প্রয়োজন বলে আমার মনে হয়। তাহলে বায়ারের চাহিদা অনুযায়ী সকল কাজ করে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি।